বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

আমলা দিয়ে জনগণের রাজনীতি হয় না : সুরঞ্জিত

আমলা দিয়ে জনগণের রাজনীতি হয় না : সুরঞ্জিত

সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমলা দিয়ে জনগণের রাজনীতি হয় না। রাজনীতিবিদদের রাজনীতি হয় জনকল্যাণকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রাজনীতি করেন বলেই বন্যাকবলিত সুনামগঞ্জে নৌকাবাইচ বন্ধ করেছেন। বাংলাদেশ প্রতিদিনে এ-সংক্রান্ত লেখা পড়ে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নৌকাবাইচ অনুষ্ঠান বন্ধ করেছেন। গতকাল বিকালে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট নগরীর দরগা গেটে আর কে ধর হলে তিন প্রবাসীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত আরও বলেন, 'বন্যায় সুনামগঞ্জে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এখনো সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়নি। বন্যার্তদের মাঝে সরকারি যে সাহায্য পৌঁছেছে তা খুবই অপ্রতুল। আমাদের সবার উচিত অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানো।' বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে জাপান আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় এটি সম্ভব হয়েছে। এ বিনিয়োগ দিয়ে দেশে শিল্প কারখানা গড়ে উঠবে। আর এটি থেকে যেন সিলেট বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। সিলেটের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তোলারও দাবি জানান তিনি।

 

 

 

সর্বশেষ খবর