বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অভিনন্দনে সিক্ত আতিউর

অভিনন্দনে সিক্ত আতিউর

এশিয়া প্যাসিফিক অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দনে ভাসছেন ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে কৃষক, ছিন্নমূল শিশু ও শিক্ষার্থীদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়ে তিনি আলোচিত হয়েছেন। লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দ্য ফিন্যানশিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন দ্য ব্যাংকার সোমবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ২০১৫ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার’ ঘোষণা করে ড. আতিউরকে। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় কৃষিবান্ধব ও গ্রিন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, সামষ্টিক অর্থনীতি এবং সার্বিক ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় আতিউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভর্নরকে অভিনন্দন জানান। ড. আতিউর রহমানকে সেরা গভর্নর নির্বাচিত করার ব্যাপারে দ্য ব্যাংকারের ওয়েবসাইটে বলা হয়েছে- তিনি পরিবেশবান্ধব ও সমাজ উন্নয়নে পুঁজি সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর