শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

পদ্মা নদীর নামেই হবে পদ্মা সেতু

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেছেন, পদ্মা নদীর নামেই হবে পদ্মা সেতু। এ সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি সকাল ৯টায় স্বাধীনতা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এর পর সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, চোরাগোপ্তা হামলা করে সরকারের পতন ঘটানো যায় না। বিএনপি আন্দোলনের নামে তামাশার রাজনীতি করছে। তিনি উল্লেখ করেন, যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, তা করে কোনো লাভ নেই। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, এফবিসিসিআই সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদসহ অন্য নেতারা। তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। মন্ত্রীর পুষ্পমাল্য অর্পণের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সর্বশেষ খবর