শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

জঙ্গিবাদীরাই অরাজকতা করছে

জঙ্গিবাদীরাই অরাজকতা করছে

এলিট ফোর্স হিসেবে র‌্যাবের পরিধি না বাড়িয়ে বরং লজিস্টিক এবং অন্যান্য কারিগরি ও প্রযুক্তি সুবিধা বাড়ানোর কাজ চলছে। সময় ও প্রেক্ষাপট অনুযায়ী র‌্যাবের কাজের পরিধি ও পরিসর বেড়েছে। দেশের প্রধান চ্যালেঞ্জ জঙ্গি, সন্ত্রাস মোকাবিলা ও নিরাপদমুক্ত সমাজ গড়তে র‌্যাব কাজ করে যাচ্ছে। বাহিনীর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল র‌্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। জঙ্গিবাদীরাই দেশে অরাজকতা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আজকে যারা সন্ত্রাস করছে, ভীতিজনক পরিস্থিতি তৈরি করছে, বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে বাস পুড়ছে, মানুষকে পুড়িয়ে মারছে তাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। র‌্যাব মহাপরিচালক আরও বলেন, র‌্যাব জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদমুক্ত সমাজ গড়তে চায়। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি সেদেশকে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদী দেশে পরিণত হতে দিতে পারি না। অনেক সফলতা ও কিছু ব্যর্থতার মধ্য দিয়ে র‌্যাব ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পা দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, উপকূলীয় দস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে ব্যাপক সফলতা দেখিয়েছে র‌্যাব। অল্প সময়ের মধ্যে র‌্যাব গণমানুষের বুকে স্থান করে নিয়েছে। আগামী দিনগুলোতেও অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে এদেশের আপামর জনগণের জন্য র‌্যাব কাজ করতে চায়। একইভাবে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী, জালনোট প্রস্তুতকারী ও ভেজালবিরোধী চক্রের বিরুদ্ধে অভিযানেও উল্লেখযোগ্য সফলতা রয়েছে র‌্যাবের। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনাটি র‌্যাবের জন্য কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত ওই র‌্যাব সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে। র‌্যাব কখনো কোনো অপরাধকে প্রশ্রয় দেয়নি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অপরাধ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১০৪ র‌্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সকালে বাহিনীর পতাকা উত্তোলন করেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ। এরপর শুরু হয় মহাপরিচালকের দরবার। পরে ১৪ শহীদ সদস্যের পরিবারকে সংবর্ধনা, সাহসিকতার জন্য ১০ র‌্যাব সদস্য ও সেবার জন্য ১০ র‌্যাব সদস্যকে ক্রেস্ট প্রদান করেন বেনজীর আহমেদ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের এডিজি (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, এডিজি (প্রশাসন) কর্নেল আলতাব উদ্দিন আহমেদ, লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ, ডিডি মিডিয়া মেজর রুম্মন, মেজর মাকসুদ আলমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর