শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বিএনপি না এলে ভুল করবে

বিএনপি না এলে ভুল করবে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি পথ খুঁজছে কী করে তারা সন্ত্রাস-নাশকতার পথ থেকে বের হয়ে আসতে পারে। সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তারা এ পথ খুঁজে পাবে। অংশ না নিলে আরেকটি ভুল করবে তারা। গতকাল সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, আমরা মনে করি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি অভিযোগ করেন, বিএনপি সব সময় দুই মুখী রাজনীতিতে বিশ্বাস করে বলেই, একদিকে নির্বাচনের মনোনয়নপত্র কিনছে, অন্যদিকে নির্বাচনকে তামাশা বলছে। তোফায়েল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলেন না। তিনি একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদেরও শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি। এই মহান স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করেননি। তার বিচার জাতি করবে।
এদিকে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, স্বাধীনতা দিবসে বিএনপি অবরোধ দিয়ে স্বাধীনতা দিবসকেই কলঙ্কিত করেছে। এ দিবসে তারা অবরোধ দিয়ে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। পাকিস্তানের এই প্রেতাত্মরা বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ন করতে চায়। তাই এদের প্রতিরোধ করতে হবে।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর