বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

সালাহউদ্দিনের বিরুদ্ধে ভারতে চার্জশিট

সালাহউদ্দিনের বিরুদ্ধে ভারতে চার্জশিট

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘অনুপ্রবেশের’ অভিযোগ এনে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল তার বিরুদ্ধে আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। গত ২৭ মে সালাহউদ্দিনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশ  হেফাজতে পাঠান। পুলিশ  হেফাজতে অসুস্থ হয়ে পড়লে  ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৯  মে  বাংলাদেশ সরকারের সাবেক এই প্রতিমন্ত্রীর পক্ষে জামিন আবেদন করা করা হয়। ইন্টারপোলের ঢাকা অফিসের  রেড  নোটিস থাকায় তাকে জামিন  দেয়নি ভারতের শিলংয়ের একটি আদালত। রাজধানীর উত্তরা থেকে গত ১০ মার্চ নিখোঁজের ৬৩ দিন পর গত ১১  মে ভারতের  মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ উদ্ধারের পর সালাহ উদ্দিনকে সেখানকার একটি মানসিক হাসপাতালে  নেওয়া হয়। এরপরের দিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করার অভিযোগ ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেফতার  দেখায়  মেঘালয় পুলিশ। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের  নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ খবর