বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ফ্রান্সে গেলেন বাণিজ্যমন্ত্রী

ফ্রান্সে গেলেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর বৈঠকে যোগ দিতে গতকাল ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ এ সভা অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এবং কেনিয়ার বাণিজ্যমন্ত্রী যৌথভাবে এ সভায় সভাপতিত্ব করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার অনিষ্পন্ন বিষয়ে নেগোসিয়েশন শুরুর কৌশল নির্ধারণ এবং বালি ওয়ার্ক প্রোগ্রামের আলোচ্য বিষয় নিয়ে সভায় আলোচনা করা হবে। আগামী ডিসেম্বর মাসে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ডব্লউটিও’র ১০ম মিনিস্ট্রেরিয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বর্তমানে ডব্লিউটিও-তে স্বল্পোন্নত দেশের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছে।  এ ক্ষেত্রে  বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তোফায়েল আহমেদ সভায় যোগদান শেষে আগামী ৫ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর