বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশি খাবার কিনলেন মুন

বাংলাদেশি খাবার কিনলেন মুন

নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যমেলায় বাংলাদেশি স্টলে এসে খাবার কিনলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সদস্য দেশগুলোর অংশগ্রহণে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে দিনভর এই মেলা চলে। স্ত্রী বান সুন-টিককে সঙ্গে নিয়ে সকালে জাতিসংঘ মহাসচিব মেলার উদ্বোধন করেন। জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও মিশন কর্মকর্তাদের স্ত্রীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে এ মেলায় অংশ নেন। মেলায় খাবার বিক্রি করে পাওয়া অর্থ বিশ্বের নানা প্রান্তের দুর্গতদের সহায়তায় দেওয়ার কথা রয়েছে।
মেলার বাংলাদেশ স্টলে ছিল হাতে তৈরি বিভিন্ন ধরনের দেশি খাবার। সেখানে বিভিন্ন দেশের দর্শনার্থীদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকেও খাবার কিনতে দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাসচিব বলেন, ‘মেলার মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা।’
এ ধরনের আয়োজনে ব্যাপকভাবে অংশ নেওয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, ‘এ ধরনের আয়োজন যেন এক মহামিলন, যেখানে বিশ্বের নানা দেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাওয়া যায়।’ - প্রতিদিন ডেস্ক

সর্বশেষ খবর