শিরোনাম
রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাম মোর্চার মিছিলে হামলা লাঠিপেটা

মাগুরা প্রতিনিধি

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার মিছিলে মাগুরায় গতকাল হামলা চালিয়েছে পুলিশ। এতে বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হকসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ  স্থাপনে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার  নেতা-কর্মীরা গতকাল সকাল ১১টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা  দেয়। কিন্তু লং মার্চে অংশগ্রহণকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের উপর হামলা চালায়। পুলিশের বেধড়ক পিটুনিতে এ সময় বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক  আহত হন। এ ছাড়াও কমবেশি অন্তত ১০ নেতা-কর্মীও আহত হন । এদিকে পুলিশের বেধড়ক পিটুনির পর মিছিলকারীরা ঝিনাইদহ অভিমুখে রওনা দেয়। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনকারীরা মাগুরা ত্যাগ করার আগে শহরের উপজেলা পরিষদের সামনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, তাদের লংমার্চ মাগুরা শহরে প্রবেশের পর শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহর অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ  শান্তিপূর্ণ মিছিলে নগ্নভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি পরিবেশ বিধ্বংসী বিদ্যুৎকেন্দচ্ছি। লং মার্চে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা সুভাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, মোশারফ হোসেন নান্নু অংশ নেন।

যশোরে ঢুকতে পারে বাম মোর্চার রোডমার্চ : ঢাকা থেকে সুন্দরবনমুখী গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ ঝিনাইদহ থেকে যশোর শহরের প্রবেশমুখ পালবাড়ি মোড়ে পৌঁছানোর পর জোনায়েদ সাকি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ঝিনাইদহ থেকেই আমরা মূলত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছি। বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, মাগুরায় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সম্মিলিতভাবে তাদের ওপর হামলা করেছে। গতকাল বেলা ২টা ৫০ মিনিটে বাম মোর্চার রোডমার্চটি যশোর শহরের প্রবেশমুখ পালবাড়ি মোড়ে পৌঁছায়। যশোরের পদস্থ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, আমরা রোডমার্চে বাধা দিচ্ছি না। রোডমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করছি। শহরের মধ্যে ঢুকলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে আশঙ্কায় বাইবাস সড়ক ধরে রোডমার্চটি খুলনার দিকে যাবে।’ ঝিনাইদহ শহরে ঢুকতে দেওয়া হয়নি বাম মোর্চার রোডমার্চ। এদিকে রংপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। উদ্বেগ জানিয়েছে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন। এ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক রংপুর ও বাগেরহাট প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহ : সুন্দরবন রক্ষার দাবিতে বাম মোর্চার রোডমার্চ ঝিনাইদহে প্রবেশ করতে দেয়নি পুলিশ। ফলে পূর্ব নির্ধারিত গতকাল বেলা ৩টার সময় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বাম মোর্চার সমাবেশ পণ্ড হয়ে যায়।

রংপুর : গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল দুপুরে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাম মোর্চা। বাগেরহাট : গণতান্ত্রিক বাম মোর্চার ঢাকা- সুন্দরবন রোডমার্চে মানিকগঞ্জ ও মাগুরায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, সুন্দরবনের কাছে দুটি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনাঞ্চলের নদ-নদীর পানি, বায়ু দূষিত হবে এবং হুমকির মুখে পড়বে সুন্দরবন, মানুষের জীবন-জীবিকা, অতি মূল্যবান প্রাণিজ, জলজ ও বনজ সম্পদ।

সর্বশেষ খবর