শিরোনাম
রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দক্ষিণ এশিয়ায় আমরা এগিয়ে

-তোফায়েল আহমেদ

গাজীপুর প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন. বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের এক্সপোর্ট ভালো, রেমিট্যান্স ভালো, রিজার্ভ ভালো। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবকিছুতেই এখন এগিয়ে। অর্থনৈতিক-সামাজিক সব খাতে আমরা পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে। তিনি গতকাল গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ২৩তম বাংলাদেশ বিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছিল। ১৬টি শর্তই আমরা পূরণ করেছি। এখন শর্তের বাইরে যদি তারা কিছু করতে বলে বাংলাদেশ সেটা কখনো করব না। কারণ আমরা জিএসপি পাই সামান্য। ২৩ মিলিয়ন ডলারের সুবিধা পাই আমরা। কিন্তু রপ্তানি করি ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। তিনি বলেন, যারা একদিন উপহাস করে বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি, আজকে তারা দেখছে সেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, কোনো বাধাই আমাদের অগ্রগতিকে বানচাল করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত ‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ আখতার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন মিঞা ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এম কামরুজ্জামান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর