শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পুলিশ হত্যায় জামায়াত সংশ্লিষ্টতা তদন্তাধীন

নিজস্ব প্রতিবেদক

পুলিশ হত্যায় জামায়াত সংশ্লিষ্টতা তদন্তাধীন

এএসআই ইব্রাহিম মোল্লা খুনের ঘটনায় জামায়াত সংশ্লিষ্ট কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল জুমার নামাজের পর রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদে নিহতের জানাজা শেষে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ইব্রাহিম হত্যাকাণ্ডে সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জড়িত। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। মূল অপরাধী পলাতক রয়েছে। তবে তার সহযোগী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গেছে। মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য জায়গায় গ্রেফতার অভিযান চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ। যারা এই দেশের স্বাধীনতাকে সমর্থন করে না, এই দেশের শৃঙ্খলা ও উন্নয়নকে পছন্দ করে না এ ধরনের একটি সংগঠনের তারা সদস্য। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। পুলিশপ্রধান আরও বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। এএসআই ইব্রাহিম অত্যন্ত সাহসের সঙ্গে তার দায়িত্ব পালন করছিলেন। তিনি নির্দেশনা অনুযায়ী ওই ব্যক্তির লাগেজ ও দেহ তল্লাশির সময় ছুরিকাঘাতের শিকার হন। তবে এ ঘটনায় কারা জড়িত তা পুলিশ দ্রুত উদ্ঘাটন করতে পারবে। এ ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাসুদকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য এসেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গাবতলী পর্বত সিনেমা হলের সামনে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার সময় ইব্রাহিম চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

সর্বশেষ খবর