শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিদ্যুৎকেন্দ্রে কাজ না করলে বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত স্পেনের নাগরিকরা ৫ নভেম্বরের মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এ জন্য তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ইতালি ও জাপানের নাগরিক হত্যার ঘটনায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনেকেই তাদের দেশে চলে যান।

এর আগে ১৩ অক্টোবর দেশের বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশিদের দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রকল্পের মাঝপথে এভাবে চলে যাওয়া চুক্তিভঙ্গের শামিল। এতে আরও বলা হয়, নিরাপত্তা নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চুক্তি অনুযায়ী প্রকল্প থেকে কর্মী প্রত্যাহারের সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে বারবার বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হলেও তারা কাজে যোগ দেননি। ফলে তাদের কাজে ফেরাতে সরকারের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়।

সর্বশেষ খবর