শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ব্যর্থতা ঢাকতেই নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ব্যর্থতা ঢাকতেই নেতা-কর্মী গ্রেফতার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন সরকারের হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। বিএনপিদলীয় সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র রেফাতউল্লাহকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছেন। আর সেই অপকৌশলের অংশ হিসেবে সারা দেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র রেফাতউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে তিনি তাদের মুক্তি দাবি করেন এবং সরকারকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর