বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টিআইবি বিএনপির অঙ্গসংগঠন

নিজস্ব প্রতিবেদক

টিআইবি বিএনপির অঙ্গসংগঠন

বিদেশি নাগরিক হত্যা নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ‘অতি রিঅ্যাকশন’ না দেখাতে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এদিকে ‘সকল সমস্যা সমাধানের একমাত্র পথ নির্বাচন’সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন বক্তব্যের সমালোচনা করে সংগঠনটিকে বিএনপির একটি অঙ্গসংগঠন বলে মন্তব্য করেছেন তিনি। বিদেশি  হত্যা, রেড অ্যালার্ট, হোসনি দালানে হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সরকার মোটেই বিচলিত নয় বলেও দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, ‘দুজন বিদেশি নাগরিক খুন হয়েছেন। আমি কূটনীতিকদের এ বিষয়ে “অতি রিঅ্যাকশন” দেখাতে না করেছি। কারণ এতে দুষ্কৃতকারীরা উৎসাহিত হয়। তারা মনে করে, বিদেশি মারলে বেশি খবর প্রকাশিত হয়।’ ইতালি ও জাপানের নাগরিককে হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা এগুলো সব একই সূত্রে গাঁথা এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আইএস বলে কিছু নেই। কাজগুলো করেছে জামায়াত-শিবিরের লোক। আন্দোলন ও জঙ্গি হামলা চালিয়ে কিছু করতে না পেরে তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে।’ নির্বাচন প্রসঙ্গে টিআইবির সাম্প্রতিক বক্তব্য নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা কীভাবে দাবি করেছে যে “সকল সমস্যা সমাধানের একমাত্র পথ নির্বাচন”। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। প্রতিষ্ঠানটি একটি গবেষণামূলক সংস্থা। তাদের কাজ গবেষণা করা। কেন তারা রাজনৈতিক কথাবার্তা বলে তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘টিআইবি এ সংসদে কোরাম সংকটের বিষয়ে যে তথ্য দিয়েছে, তা একেবারে অসত্য। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন কোরাম সংকট ছিল। এখন তা নেই। তাই টিআইবিকে বিএনপির অঙ্গসংগঠন বলা যায়।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিআইবির আগের কাজের ধরন, আর এখনকার কাজের ধরনের পার্থক্য এসেছে। তারা আগে নির্বাচনের কথা বলত না, এখন তারা বলে। এতে বোঝা যায় তারা কাদের পক্ষে কথা বলে।’ সংগঠনটির সমালোচনা করে তিনি বলেন, ‘টিআইবি বাংলাদেশের উন্নয়নে কোনো প্রশংসা করে না। তাদের কাছ থেকে আমি কোনো প্রশংসামূলক কথা শুনিনি। বাংলাদেশের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশংসা করলেও টিআইবি করে না।’ এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) হচ্ছে। এ ছাড়া সে দেশে বাংলাদেশের বিমান চলাচলও শুরু হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বাড়াতে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই মুক্তবাণিজ্য চুক্তি করব।

সর্বশেষ খবর