বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সরকারের নির্দেশ ছাড়া কিছু হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

সরকারের নির্দেশ ছাড়া কিছু হচ্ছে না

বিদেশি নাগরিক হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলাসহ কয়েকটি অঘটনের উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের নির্দেশের বাইরে কিছুই ঘটে না। জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে রাজধানীর শেরেবাংলানগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ‘বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি নেতারা জড়িত’ এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে তদন্ত ছাড়াই বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এ ছাড়াও অনেক হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিরোধী দল নির্মূল করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা পেশাগত বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তদন্ত না করে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছেন। এতে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেয়াজ আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক আ ক ম  মোজাম্মেল হকসহ যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর