বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাজন হত্যা মামলার রায় ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজন হত্যা মামলার রায় ৮ নভেম্বর

সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ ধার্য করেছেন আদালত। আগামী ৮ নভেম্বর ওই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের তারিখ ঘোষণা করেন।

রাজন হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিল গতকাল। গতকাল কারান্তরীণ দুজন ও পলাতক দুজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এর আগে গত রবি ও সোমবার কারান্তরীণ অপর নয়জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল। গত ১ অক্টোবর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জন সাক্ষ্য দেন আদালতে। মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জন সাক্ষীকে আদালতে পুনরায় জেরা করা হয়। মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, আদালতে তারা আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন। আসামিদের  সর্বোচ্চ শাস্তিই হবে বলে আশাবাদী তিনি। আসামিপক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, মামলায় দুর্বল সাক্ষী ও বেশ কিছু অসঙ্গতি তারা আদালতে উপস্থাপন করেছেন। আসামিরা খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে রাজনের বাবা আজিজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আদালতে তা প্রমাণও হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ তিনি। প্রসঙ্গত, ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ হত্যা মামলার বিচার শুরু হয়। রাজন হত্যার পর ১০ জুলাই সৌদি আরব পালিয়ে যান মূল অভিযুক্ত কামরুল। ১৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কামরুলকে নিয়ে এ মামলার আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ দুজন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর