বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

স্থগিত টাঙ্গাইল উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। একই সঙ্গে এই উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। ইসির তফসিল অনুযায়ী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচনের দিন ধার্য রয়েছে। আদালতে ইসির পক্ষে পারসোনাল ক্যাপাসিটিতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন রাগিব রউফ চৌধুরী। আদেশের পর রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশ স্থগিতে ইসির করা আবেদন শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত। তাই এই সময়ে উপনির্বাচনের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী। ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ৩ অক্টোবর ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ওই আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কাদের সিদ্দিকী রিট করেন। পরে ২১ অক্টোবর হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল জারি করেন।

নির্বাচন কমিশন জাতিসংঘে গেলেও আমার আপত্তি নেই : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, নির্বাচন কমিশন যা শুরু করেছে তাতে মনে হয় তারা একতরফা, একটি দলের পক্ষে কাজ করছে। এ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ কোনো নির্বাচনই সম্ভব নয়। তিনি স্বতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দাবি করে বলেন, নির্বাচন কমিশন সুপ্রিমকোর্ট থেকে জাতিসংঘে গেলেও আমার আপত্তি নেই। সরকার যদি চায় কালিহাতীতেও ৫ জানুয়ারির মতো আরেকটি ভোটারবিহীন নির্বাচন করবে তাহলে তো আর কোনো প্রার্থী থাকার কথাই না। জোর করে হলেও অন্য প্রার্থীদের বসিয়ে দিয়ে আসনটি দখল করে নিতেই পারে। তিনি বলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। জুলুমবাজ সরকার পৃথিবীর কোথাও টিকতে পারেনি। এ সরকারও জুলুম করে বেশি দিন টিকে থাকতে পারবে না। তিনি গতকাল বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বঙ্গবীর আরও বলেন, এ সরকার মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে নীলনকশা করছে বীর বাঙালি তা ধূলিসাৎ করে দেবে। এ সময় আরও বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, দলের কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাসমত আলী প্রমুখ।

সর্বশেষ খবর