মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে গণতন্ত্র নেই রাজনীতিও নেই

প্রতিদিন ডেস্ক

দেশে গণতন্ত্র নেই রাজনীতিও নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই রাজনীতিও নেই। যতটুকু আছে নিয়ন্ত্রিত। তাই ৭ নভেম্বরের চেতনায় স্বৈর সরকারের পতন ঘটাতে হবে এবং এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবে যেভাবে দেশের স্বাধীনতা ও  সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছিল, সেই বিপ্লব ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ জাতিকে গণতন্ত্রের নামাবলি জড়িয়ে অবৈধভাবে ক্ষমতায় আসীন সরকার ও তার দোসরকে ক্ষমতা থেকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’ খবর এনআরবি নিউজের। খোকা বলেন, ‘আজ বহুদলীয় গণতন্ত্রের নামে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার দেশে রয়েছে তারা অবৈধভাবে দেশ শাসন করছে। তাদেরকে হটিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে।’ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর শনিবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট-লডারডেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন। আলোচনা সভায় বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ফ্লোরিডা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা বিএনপির সভাপতি মোহাম্মদ দিনাজ খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক সহসভাপতি আবদুর রশিদ খান হারুন, ফ্লোরিডা শাখা জাসাস-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। সাদেক হোসেন খোকা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করে অপশক্তিকে উত্থানের সুযোগ করে দিয়েছে। সেই অপশক্তি দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হলেই সরকারের প্রচার মাধ্যম ও আওয়ামী লীগ ঢালাওভাবে দোষ চাপিয়ে দিচ্ছে বিএনপি-জামায়াতের ওপর।’

সর্বশেষ খবর