মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যুদ্ধ চলার সময় আলোচনা হয় না

টঙ্গী প্রতিনিধি

যুদ্ধ চলার সময় আলোচনা হয় না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। পরিবেশ না থাকলে কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না। বিএনপি নেত্রী খালেদা জিয়া ভাঙচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। আশা করি বিএনপি নেত্রীর শুভ বুদ্ধির উদয় হবে। গতকাল বিকালে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই। আগামী নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আরও বলেন, আহসান উল্লাহ মাস্টার একাধারে ছিলেন একজন আদর্শ শিক্ষক, সফল সংগঠক, বলিষ্ঠ শ্রমিক নেতা ও তুখোড় রাজনীতিবিদ। দল তাকে হারানোর শূন্যতা মর্মে মর্মে উপলব্ধি করছে। তিনি শুধু গাজীপুরেরই নয়, সারা বাংলাদেশের নেতা ছিলেন।

সর্বশেষ খবর