শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ-শ্রীলঙ্কা আরও বাণিজ্য সম্ভব

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-শ্রীলঙ্কা আরও বাণিজ্য সম্ভব

বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য সম্ভাবনার চেয়ে এখনো অনেক কম উল্লেখ করে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারা তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, পর্যটন এবং পর্যটন সম্পর্কিত বিভিন্ন খাত, অবকাঠামো, উচ্চশিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কৃষি, ওষুধসহ বিভিন্ন খাতে শ্রীলঙ্কা বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এ সুযোগ গ্রহণ করতে পারে। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারা বলেন, শ্রীলঙ্কায় ঐকমত্যের সরকার দেশটিতে বিরাজমান ছয় বছরের বেশি সময় ধরে চলে আসা সংকট ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে পেরেছে। দেশটিতে এখন শান্তি, ঐক্য ও সংহতি ফিরে এসেছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা সম্ভাবনার চেয়ে অনেক কম। বাংলাদেশ ও শ্রীলঙ্কা আরও আন্তরিক হলে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পাওয়া সম্ভব। এখন শ্রীলঙ্কা-বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি আলোচনা চলছে। তিনি বলেন, শ্রীলঙ্কা শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার পাশাপাশি বৈষম্য কমাতে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। কর্মসংস্থান, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সুসম্পর্ক জোরদার হবে। এ ছাড়া এ অঞ্চলের জন্য বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে নৌরুটগুলো ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর