শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাজার সরানোর চেষ্টা প্রতিহত করা হবে

নিজস্ব প্রতিবেদক

মাজার সরানোর চেষ্টা প্রতিহত করা হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমদ অব. সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানীর শেরেবাংলা নগর থেকে জিয়ার মাজার সরানোর মতো দুঃসাহস দেখাবেন না, সরানোর চেষ্টা হলে তা সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সরকারকে তিনি এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জাসাস’র এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরশ্রীকাতরতার সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হবে সরকার জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা করলে। তিনি প্রশ্ন রেখে বলেন, লুই কানের নকশায় কবরের কথা থাকবে কেমন করে? তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন। কাজেই ওই নকশার কথা বলে দুরভিসন্ধি করা হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, দোহাই আপনাদের, এ উদ্যোগ নেবেন না। এ উদ্যোগ নিয়ে ইতিহাসে চিরদিনের জন্য কলঙ্কিত হবেন না।

জিয়ার কবর সরালে দুর্বার আন্দোলন : জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর সরকারি উদ্যোগের প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বিকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে এ প্রতিবাদ সমাবেশ হয়।

সর্বশেষ খবর