শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতে সিবিআই হেফাজতে অনুপ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারতের কাছে হস্তান্তরের পর উত্তরপূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ৬ দিনের সিবিআই ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালত এই ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন।

সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ১৯৮৮ সালে অসমের একটি খুনের ঘটনায়  তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অসমে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, বুধবার সকালে অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ। মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে তাকে ভারতের বিএসএফের হাতে হস্তান্তর করে বিজিবি। এরপর সেখান থেকে তাকে দিল্লিতে নেওয়া হয়।

সর্বশেষ খবর