শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টি-২০ যুদ্ধ আজ শুরু

মেজবাহ্-উল-হক

অনিশ্চয়তার ক্রিকেটে সবচেয়ে দ্রুত ম্যাচের ভাগ্য পরিবর্তন হয় টি-২০তেই। ক্ষণে বদলে যায় ম্যাচের গতি। এক ওভার কিংবা এক বলেও ম্যাচ হাত ছাড়া হয়ে যেতে পারে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই অনিশ্চয়তার মিশনেই নামছে বাংলাদেশ। টি-২০ ম্যাচ বলেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া জিম্বাবুয়েকেও সমীহর দৃষ্টিতে দেখছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ ওয়ানডেতে যতটা শক্তিশালী টি-২০ ফরম্যাটে ততটা নয়! তাছাড়া ক্রিকেটের এই ছোট ফরম্যাটে কোনো দলকেই আগে থেকে ফেবারিট ভাবার উপায় নেই। অনেক ভালো দলও দ্রুত দুই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে পারে। তাই ওয়ানডে সিরিজের কথা ভুলে গিয়ে আজ নতুন কৌশল নিয়ে মাঠে উপস্থিত হবেন টাইগাররা। তবে ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আÍবিশ্বাস তো সঙ্গী হয়ে থাকছেই। বাংলাদেশ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭-তে, টেস্টে ৯-এ, আর টি-২০তে ১০ম স্থানে। আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানও বাংলাদেশের উপরে। তবে র‌্যাঙ্কিং নিয়ে কোনো মাথাব্যথা নেই টাইগারদের। র‌্যাঙ্কিং নিয়ে দুশ্চিন্তা করে বাড়তি চাপ না নিয়ে মাঠেই নিজেদের উজাড় করে দিতে চান মাশরাফি। ওয়ানডে বেশি খেলে বলেই সাফল্যও আসছে। কিন্তু সে তুলনায় টি-২০ ম্যাচ খেলাই হয় না। তাই টাইগারদের টি-২০তে সাফল্যেরও দেখা মিলছে কম। তবে সামনে শুধুই সময় আসছে টি-২০র! চলতি মাসেই শুরু হচ্ছে বিপিএল। তারপর ঘরের মাঠে এশিয়া কাপ। এরপরেই টি-২০ বিশ্বকাপ। আর বিশ্বকাপকে সামনে রেখেই এবার টি-২০ নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ। টি-২০তে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু তিনি খেলতে পারছেন না এই সিরিজে। ইনজুরির কারণে দলে নেই নিউ সেনসেশন সৌম্য সরকার। নেই দুই গতি তারকা তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। তারপরেও আশাবাদী মাশরাফি। তিনি বলেন, ‘টি-২০ এমন খেলা যেখানে আগে থেকে অনুমানের সুযোগ নেই। সবসময় আক্রমণে থাকতে হয়, রক্ষণের জায়গা  নেই।  সেখানে ১-২টা উইকেট পড়ে গেলে বা যে কোনো কিছু হলে, বড় দল-ছোট দলের পার্থক্য কমে আসে। তবে সেটা নেতিবাচক ভাবনা আমি মনে করি। ইতিবাচক ভাবে যদি ভাবি, আমরা ভালো খেলছি,  সেটা যদি ধরে রাখতে পারি, পরিকল্পনা যেমন থাকে সেসব যদি বাস্তবায়ন করতে পারি, আশা করি সমস্যা হবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর