মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পুলিশ চেকপোস্টে বেপরোয়া প্রাইভেট কার, গুলি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের চেকপোস্টে সংকেত দেওয়ার পরও প্রাইভেট কার না থামানোয় শটগান থেকে গুলি চালিয়েছে পুলিশ।

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে গতকাল বেলা ১১টায় এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ধাওয়া করে ৫ নম্বর সেক্টর থেকে কারটি জব্দ করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মঈনুল ইসলাম জানান, দুপুরে জসীমউদ্দীন মোড়ে পুলিশের চেকপোস্টে বিমানবন্দর এলাকা থেকে দ্রুতগামী সাদা রঙের একটি প্রাইভেট কার আসে। কারটি থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক না থামিয়ে কারসহ পালিয়ে যান। ধাওয়া করলে রাজল²ী এলাকার ব্যারিকেড ভেঙে সেটি ৫ নম্বর সেক্টরের দিকে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এরপর ৫ নম্বর সেক্টরের ৯৯ নম্বর সড়কের ২৬ নম্বর বাসার সামনে থেকে প্রাইভেট কারটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশ জানায়, কারটিতে অবৈধ কিছু পাওয়া যায়নি। ভিতরে স্কলাস্টিকা স্কুলের একটি ছেলের ড্রেস পাওয়া গেছে। এটি আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটির কাগজপত্রে মালিক হিসেবে এ এস এম আতিক নামে সুপ্রিমকোর্টের এক আইনজীবী উলে­খ রয়েছে। পুলিশ এর মালিককে খুঁজছে। কারে যারা ছিলেন তাদেরও আটকের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর