মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা)  আবেদনের ওপরে শুনানি অনুষ্ঠিত হবে আজ। ২ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। গতকাল বিকালে সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ঘুরে আপিল বিভাগের আজকের কার্যতালিকায় মুজাহিদের মামলাটি ২ নম্বর ও সাকার মামলাটি শুনানির জন্য ৩ নম্বর ক্রমিকে দেখা গেছে। আসামি পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেবেন। সাকা ও মুজাহিদের রিভিউ আবেদনের নিষ্পত্তির পরেই আসবে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ। রিভিউ খারিজ হলে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদনের সুযোগ পাবেন। ১৪ অক্টোবর সাকা চৌধুরী ও মুজাহিদ মৃত্যুদণ্ড রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরদিন দ্রুত রিভিউ শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এর আগে ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আদালত। জানা গেছে, মুজাহিদের রিভিউ আবেদন ৩৮ পৃষ্ঠার। এতে রিভিউ আবেদন ও খালাসের পক্ষে ৩২টি পয়েন্ট উলে­খ করেছে আসামি পক্ষ। অন্যদিকে সাকা চৌধুরীর রিভিউ আবেদন ১০৮ পৃষ্ঠার। এতে ১০টি গ্রাউন্ড উলে­খ করা হয়েছে। ২০১০ সালের ২৯ জুন গ্রেফতার হন চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী মুজাহিদ। ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতারের পর একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয় তাকে। বিচার শেষে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন তাকে। রায়ের বিরুদ্ধে আপিল করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি। রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয় ২০১০ সালের ২৬ জুন। ওই মামলায় একই বছরের ১৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় তাকে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আটক দেখানো হয় ১৯ ডিসেম্বর। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ খবর