মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে এলে খালেদা গ্রেফতার হতে পারেন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দেশে এলে খালেদা গ্রেফতার হতে পারেন

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। মানুষ মরবে, গুম হবে, কথা বলতে পারবে না। সাংবাদিকরা লিখতে পারবেন না এমন গণতন্ত্র চলছে দেশে। গতকাল দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে তার পল­ীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে এরশাদ বলেন, আমাদের স্বৈরাচার বলা হয়। দেশে এখন কোন গণতন্ত্র চলছে? সরকারের বর্তমান স্বৈরতান্ত্রিক আচরণ জনগণের প্রাপ্য ছিল।

সাংবাদিকেদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা আÍসাতের মামলা চলছে। তিনি হাজিরা দিচ্ছেন না। হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। তিনি গ্রেফতারও হতে পারেন। আমার ধারণা সে কারণে তিনি দেশে ফিরছেন না। তিনি দুঃখ করে বলেন, আল্লাহর বিচার আছে, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করে এরশাদ বলেন, আইএসের এখানে কোনো কাজ নেই। ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র ও গালাবারুদ দিয়েছে। এখন তারাই আইএসের বিরুদ্ধে বলছে। তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো আইএস সৃষ্টি করেছিল মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সে আইএস সারা বিশ্বে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আসন্ন পৌরসভা নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী ঠিক করা হবে। নির্বাচন কমিশন কর্মকর্তাদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তারা একেকবার একেক কথা বলছেন। এখন শুনছি শুধু মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়া যাবে। আসলে তাদের আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ঠিক না করা পর্যন্ত কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক

মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক

মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব এস এম ইয়াসির উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর

সর্বশেষ খবর