শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আলোচনা পরিবেশবান্ধব যাতায়াতে

আলোচনা পরিবেশবান্ধব যাতায়াতে

নেপালের কাঠমান্ডুতে ‘আন্তঃদেশীয় পরিবেশবান্ধব যাতায়াত’ শীর্ষক এশিয়া অঞ্চলের সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বুধবার সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। এ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বন উপমন্ত্রী জ্যাকব ‘আন্তঃদেশীয় পরিবেশবান্ধব যাতায়াত’ বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উম্মোচন করেন। তিনি তার বক্তব্যে ব্যাংকক ডিক্লারেশন ২০২০ বাস্তবায়নে এশিয়ার দেশগুলোর মধ্যে যাতায়াত সম্পর্কিত সমস্যা, লক্ষ্যমাত্রা, অগ্রগতি ও সাফল্য অর্জনে গুরুত্বারোপ করেন। নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত নবম আন্তঃদেশীয় এই সম্মেলনে ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর