শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রংপুর বিএনপির সভাপতি নিখোঁজ

অভিযোগ আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের অভিযোগ, সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর শালবন এলাকার বাড়ি থেকে মোজাফফরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সকাল থেকে পুলিশ ও র‌্যাবের কার‌্যালয়ে খোঁজ করে কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে মোজাফফরের পরিবার। তবে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে ‘আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ নাকচ করা হয়েছে।

মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৪টায় আমার ভাসুরের ছেলে রুবায়েত হোসেন মোবাইলে মোজাফফর হোসেনকে ঘরের দরজা খুলতে বলে। মোজাফফর আমাকে নিয়ে দরজা খুলে দিতেই ১৪-১৫ জন সাদা পোশাকধারী তার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা র‌্যাবের লোক বলে পরিচয় দেন এবং তাকে র‌্যাব অফিসে নিয়ে যাওয়ার কথা বলে অদূরে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। যাওয়ার সময় তারা আমাদের সকালে র‌্যাব অফিসে আসতে বলেন।’ গতকাল সকালে মোজাফফরের স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে র‌্যাব অফিসে যান। এ সময় তার সন্ধান জানতে চাইলে একজন র‌্যাব সদস্য নাকি জানান, ‘মোজাফফর এখানে আছেন’। কিছুক্ষণ পর অন্য একজন র‌্যাব সদস্য এসে জানান, ‘মোজাফফর নামে এখানে কেউ নেই’। পরে তারা কোতোয়ালি থানায় গিয়ে খোঁজ নেন। কোথাও স্বামীর সন্ধান পাননি তিনি। স্বামীর সন্ধান দাবি করেন সুফিয়া হোসেন। অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বলেন, মোজাফফর নামে বিএনপির কোনো নেতাকে গ্রেফতার করা হয়নি। কারা গ্রেফতার করেছে তা-ও তাদের জানা নেই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, মোজাফফরকে কারা গ্রেফতার করেছে জানি না। মোজাফফরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আÍগোপনে ছিলেন। এদিকে মোজাফফর হোসেনকে গ্রেফতারের বিষয়টি গোপন রাখায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

সর্বশেষ খবর