সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব চেষ্টাই করেছে সাকাপুত্র

নিজস্ব প্রতিবেদক

সব চেষ্টাই করেছে সাকাপুত্র

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ঠেকাতে সব চেষ্টাই করেছে তার ছেলে। তিনি বলেন, সাকা চৌধুরীর ছেলে কোনো জায়গায় ছোটাছুটি করতে তো কম যায়নি। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে সে। পার্টির চিফের বাসায়  গেছে, সব জায়গায় গেছে। শাস্তি মওকুফ করার জন্য কিংবা একটা কৌশল বের করার জন্য সব রকম চেষ্টাই করা হয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণ বাঁচাতে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। কিন্তু পরে তাদের পরিবার এটা অস্বীকার করে কৌশল বের করার চেষ্টাও কম করেনি। সাকা ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন কিন্তু তাদের পরিবার এটা অস্বীকার করছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষমা না চাইলে আমরা যাব কেন? কয়েক ঘণ্টা ধরে এ মন্ত্রণালয়, সে মন্ত্রণালয় গেলাম, না চাইলে যাব কেন?’ ‘আমরা ধরেই নিয়েছিলাম তারা ক্ষমা চাইবেন না। কিন্তু সকালের দিকে মুজাহিদ সাহেব যে আবেদন দিলেন তার শিরোনামেই আর্টিকেল ফর্টিনাইনের কথা ছিল। আর সালাউদ্দিন কাদের আবেদন করেছেন ইংরেজিতে। সেখানেও শেষ দিকে আর্টিকেল ফর্টিনাইনের কথা আছে।’ তাদের করা আবেদন দুটি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন বলে জানান মন্ত্রী। তাহলে সাকার পরিবার কেন সন্দেহ প্রকাশ করছে- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের হয়তো নলেজের অভাব ছিল। আবেদন তো আমাদের কাছে এসেছে। তাদের জানার কথা নয়।’ দুই যুদ্ধাপরাধী যে প্রাণভিক্ষার আবেদন করেছেন, তার প্রমাণ সরকারের হাতে আছে। তারা (পরিবার) বললে তো হবে না। কারণ আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের হাতে রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের যৌক্তিকতা আছে কি-না এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কিনা সে ব্যাপারে আইনমন্ত্রী মহোদয়ের ওপিনিয়ন নিয়েই আমরা বাকি কাজ করেছি। কাজেই এখানে আর কথা বলার অবকাশ নেই।’ ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের হরতালে জনগণ সাড়া দেবে না বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, তারা আগেও অনেক হরতাল ডেকেছে, জনগণের সঙ্গে কোনোই সম্পৃক্ততা হয়নি। জনগণ এসবে সায়ও দেয় না। আপনারা জনগণের পালস বোঝেন। আমার মনে হয় এসব কর্মসূচি দিয়ে কোনো লাভ হবে না।

সর্বশেষ খবর