শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধের বিচারে অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মানবতাবিরোধী অপরাধের বিচারে অনন্য নজির

একক প্রচেষ্টায় বিদেশি সহায়তা ছাড়াই মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। দেশের বিচারপ্রক্রিয়ার ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতিদিন ঢাকায় বসে সিলেট আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে। প্রবাসীদের মামলার কাজে দেশে আসতে হবে না, বিদেশে বসেই তারা সাক্ষ্য বা বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, নবীন আইনজীবী বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতর পুরস্কার বিতরণ ও সিলেট বারের সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস কে সিনহা এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে আদালত চত্বরে ছিল এ আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের সদস্য কাইমুল হক রিংকু, সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী ও সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।

সর্বশেষ খবর