বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইসিকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসিকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। তিনি সংসদ সদস্যদের পৌর নির্বাচনের প্রচার-প্রচারণার বাইরে রাখার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানান। গতকাল বনানী কার্যালয়ে রামগতি পৌরসভার মেয়র   আজাদ উদ্দিন চৌধুরী ও উপজেলার সাবেক চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদসহ শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এ নির্বাচন জাতীয় পার্টির জন্য অগ্নিপরীক্ষা। দেশে যে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।

নুরুন নাহারকে দেখতে হাসপাতালে এরশাদ : জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়ার মা নুরুন নাহার বেগম রাজধানীর মহাখালীর বক্ষব্যধি হাসপাতালে লাইফ সাপোর্টে। তিনি ডায়বেটিস, লিভার, নিউমেনিয়াসহ নানা জটিলতায় ভুগছেন। গতকাল জাপা চেয়্যারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু নুরুন নাহার বেগমকে দেখতে হাসপাতালে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আসু সুস্থতা কামনা করেন।

সর্বশেষ খবর