বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যে কোনো চাপ নিতে সক্ষম ব্যাংকিং খাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যে কোনো চাপ নিতে সক্ষম ব্যাংকিং খাত

দেশের ব্যাংকিং খাত যে কোনো চাপ মোকাবিলার শক্তি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল দুপুরে চট্টগ্রামে হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকে এখন তারল্য সংকট নেই, বরং তারল্য বৃদ্ধি পাওয়ায় আমাদেরসমালোচনা হয়। সুদের হার কমেছে। মূলধন পর্যাপ্ততার হার ১০ দশমিক ৫৩ শতাংশ। পুঁজি পর্যাপ্ততার হার প্রায় ১১ শতাংশ। ২০১৬ সালের মধ্যে সব পাবলিক ব্যাংকের শাখা ডিজিটালাইজড হবে। বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির কারণে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। আসলে সব জায়গায় বিনিয়োগ হওয়ায় চোখে পড়ছে না। কৃষি, শিল্প, ই-কমার্স, এসএমই- প্রতিটি খাতেই বিনিয়োগ হচ্ছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে। আরও কী করে বিনিয়োগ বাড়ানো যায় সে চেষ্টা করছি। বিশ্বব্যাংক থেকে সম্প্রতি পাওয়া ৩০০ মিলিয়ন ডলারের তহবিল থেকে ম্যানুফ্যাকচারিং খাতে ৩-৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে জানিয়ে গভর্নর বলেন, সবুজ বিনিয়োগের জন্য আরও ২০০ মিলিয়ন ডলারের পাইপলাইন খুলতে যাচ্ছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আমদানি, রপ্তানি, উন্নয়ন, প্রক্রিয়াকরণ সবই হবে সবুজ ও পরিবেশবান্ধব। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

এদিকে ফাইভ স্টারের সুযোগ-সুবিধা নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটটি গড়ে তোলা হবে বলে জানান ড. আতিউর রহমান। মিমি সুপার মার্কেটের উত্তর-পশ্চিমে নিরিবিলি পাহাড়ি এলাকায় বিশ্বমানের এ প্রতিষ্ঠান তৈরি হতে দু-তিন বছর লাগবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর