রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশিসহ পাঁচ আইএস গ্রেফতার মালয়েশিয়ায়

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশিসহ পাঁচ আইএস গ্রেফতার মালয়েশিয়ায়

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন বাংলাদেশি। গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে গতকাল দেশটির পুলিশ বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। অন্য সদস্যদের মধ্যে একজন মালয়েশীয়, একজন ইন্দোনেশীয়, একজন ইউরোপীয়ান ও একজন আফ্রিকান। বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৪৪ বছর বয়সী এক ইউরোপীয় রয়েছেন, যিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে। আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গি কার্যক্রমেও তিনি অংশ নিয়েছিলেন। খালিদ বলেন, বাকিরা আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে  স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন এরা। ওই সেলটির নেতা ইন্দোনেশীয় ওই নাগরিক ২০১৪ সাল থেকে ফেসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন বলে জানান তিনি। এই দলের সদস্যরা মালয়েশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে সিরিয়াভিত্তিক আইএসের জন্য সদস্য সংগ্রহের কাজ করছেন। রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আইএসের ১০ জঙ্গি থাইল্যান্ডে ঢুকেছে বলে শুক্রবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মালয়েশিয়ায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়। বিডিনিউজ

সর্বশেষ খবর