রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংসদে বাংলাদেশ নিয়ে জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এ ধরনের মিথ্যাচারের  পর কেবল নিন্দা জানানোই যথেষ্ট নয়, আমি এর তীব্র প্রতিবাদ করছি। কেননা একাত্তরে পাকিস্তানি বাহিনী এখানে গণহত্যা চালিয়েছে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান আরও বলেন, ‘পাকিস্তান ডাহা মিথ্যাচার করছে। এটা ঠিক হচ্ছে না। তাদেরকে অবশ্যই অপরাধের কথা স্বীকার করতে হবে।’ আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, গত সংসদ নির্বাচন এবং ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করে বর্তমান সরকার গণতন্ত্রকে বিরাট আঘাত করেছে। পৌর নির্বাচনেও এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র আর বাংলাদেশের অস্তিত্ব সমার্থক হলেও তা আজ পদদলিত। অপ্রত্যাশিতভাবে বিরোধী দলের ওপর পৌর নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে। এটার দরকার ছিল না। এর মাধ্যমে দেশের চলমান সমস্যার সমাধান হবে না। গোটা জাতি চায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সবাই বলে এরা সরকারের ক্যাডার বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর