রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইএস প্রধানের

প্রতিদিন ডেস্ক

সিরিয়া, ইরাক থেকে বের হয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে চাচ্ছে। এ জন্য শুরু করেছে সন্ত্রাসী হামলা। প্যারিসে ভয়াবহ হামলার পর আইএস নিশানায় এবার সরাসরি ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য ঘোষণাও দিয়েছেন আইএস-প্রধান বাগদাদি। তার সদ্য প্রকাশিত বই ‘ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটস’-এ বাগদাদি বলেছেন, এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস। কারণ নরেন্দ্র মোদি মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন। ইন্টারনেটে প্রকাশিত হয়েছে বাগদাদির এ নতুন বই। কীভাবে লড়াই (সন্ত্রাস) ছড়ানো হবে গোটা বিশ্বে, কেন তার প্রয়োজন তার নানা বাখ্যা দিয়েছেন বাগদাদি। আইএস যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি। ‘ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম দ্য ইসলামিক স্টেট’-এ আইএস-প্রধান লিখেছেন ইরাক ও সিরিয়া ছেড়ে আর কোন কোন দেশে হামলা চালাবে তার সংগঠন। বইতে লেখা হয়েছে, ‘আইএসআইএস এবার ইরাক, সিরিয়া থেকে বাইরে বেরোবে।... এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে পা রাখবে। আইএসআইএস এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষোদগার করেছেন বাগদাদি।

দিল্লিতে ঢুকে পড়েছে দুই লস্কর জঙ্গি : জঙ্গি হামলার মুখে পড়তে পারে দিল্লি। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাজধানী নয়া দিল্লিতে ঢুকে পড়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি। তাদের নাম দুজানা ও উকাশা। তাদের খুঁজতে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। রাজধানীর কয়েকটি জনবহুল এলাকায় হামলা হতে পারে। হামলা চালানো হতে পারে কয়েকজন ভিআইপির ওপর। এমনই খবর আছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তাই রাজধানীর ১৫টি এলাকাকে চিহ্নিত করে সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুজানা ও উকাশা কুখ্যাত লস্কর জঙ্গি। তারা দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরে সক্রিয় ছিলেন। এ দুজনকেই এবার লস্কর-ই-তৈয়বা দিল্লিতে পাঠিয়েছে বলে জানতে পেরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুজানা ও উকাশা দিল্লিতে রেকি চালানোর পাশাপাশি জঙ্গি হামলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি এবং পরিবহনের ব্যবস্থা করছে বলে পুলিশ জানতে পেরেছে। লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডাররা নিয়মিত দুজানা ও উকাশার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরে লেখা হয়েছে।

সর্বশেষ খবর