মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইসলামে জঙ্গিদের ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক

ইসলামে জঙ্গিদের ঠাঁই নেই

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, একাত্তরে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিই সম্প্রতি বগুড়ায় শিয়া মসজিদে হামলা এবং বিদেশি নাগরিক হত্যার ঘটনার সঙ্গে জড়িত। তারা দেশ-জাতি ও ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে। এসব ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। ইসলাম শান্তির ধর্ম। গতকাল জাতীয় প্রেসক্লাবে জামায়াত-শিবির ও তাদের দোসরদের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম চাঁদপুরী, সদস্য মাওলানা রুহুল আমীন খান, মাওলানা ইমদাদ উল্লাহ, ব্যারিস্টার জুনুদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামের নামে সন্ত্রাসকারীদের উদ্দেশে মাওলানা মাসঊদ বলেন, সন্ত্রাসের পথে ইসলাম কায়েম হয় না। এ পথ জাহান্নামের পথ। এ পথ নাজাতের পথ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, দেশ-জাতি ও নিজেদের স্বার্থে তওবা করে সঠিক পথে ফিরে আসুন। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় আইএসের নাম ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই। তালেবান, ওসামা বিন লাদেন এবং আইএস সৃষ্টি একই সুতায় গাঁথা। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আইএস নামে হামলা মুসলমানদের শান্তি নষ্ট করছে। আইএস দমনের নামে হাসপাতালসহ নাগরিক অবস্থানে নিরীহ-নিরস্ত্র নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। এ নিষ্ঠুরতা অবিলম্বে বন্ধ করতে হবে। মাওলানা মাসঊদ বলেন, শুধু ফাঁসিতে ঝুলিয়ে জামায়াতকে রোখা যাবে না। জামায়াত নিষিদ্ধ ও তাদের আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে জনগণের মালিকানায় আনতে হবে। তিনি বলেন, এই সংগঠনটি এখনো পাকিস্তানের চর হিসেবে কাজ করছে। সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে ওলামা বন্ধন ও ওলামা সমাবেশ করা হবে বলেও ঘোষণা দেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর