বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাশকতা মামলায় বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

নাশকতা মামলায় বিচার শুরু

পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে বিএনপি থেকে পদত্যাগকারী শমসের মবিন চৌধুরীসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন বলে জানান শমসের মবিন চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।

এ মামলায় অন্য নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন- আবুল কালাম আজাদ, মোস্তাফা আহমেদ, বাবুল সরদার, মো. ইয়াহিয়া, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন্দ মো. মুসা, আবদুল আল নকীব, কালাম, খোকন ও তোফায়েল আহমেদ। ২০১০ সালের ২৭ জুন গুলশান থানাধীন মহাখালীর ওয়্যারলেস গেটের সামনে পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করেছিল পুলিশ। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন গুলশান থানার এসআই গিয়াসউদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর