শিরোনাম
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশিদের ওমরাহ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। গতকাল রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। পরে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। মানবপাচারের অভিযোগে বাংলাদেশের কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর  সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করে দিয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে গত রবিবার একটি চিঠি এসেছে। অবশ্য তার আগেই দেশটির সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে দেশে  ফেরেননি অনেক বাংলাদেশি, রয়েছে এমন অভিযোগ। ওমরার নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাচার করা হয় বলে সংশ্লিষ্টদের ধারণা। দেশে না ফেরার সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের ওমরাযাত্রী নিয়ন্ত্রণকারী সৌদির স্থানীয় পাঁচটি এজেন্সির কার্যক্রম বন্ধ করা হয়। ফলে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ থেকে ওমরাযাত্রীদের ভিসা দেওয়া বন্ধ ছিল।

সর্বশেষ খবর