বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয় প্রতীকে ভোট ভুল সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

দলীয় প্রতীকে ভোট ভুল সিদ্ধান্ত

আবদুল্লাহ আল নোমান

দলীয় প্রতীকে পৌর ভোটের আয়োজনকে আওয়ামী লীগের আরেকটি ‘ভুল রাজনৈতিক সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, পৌর নির্বাচনে দুটি প্রতীক দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্তে আরেকটি ভুল করেছে।

গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি অথবা পরাজিত হতে পারি। কিন্তু রাজনীতিতে জয়লাভ করেছি, রাজনীতিতে আমরা জয়লাভ করব। জোর করে ভোট নিলে সারা বিশ্ব দেখবে। মেয়র আমি পাব না, কিন্তু রাজনীতির পক্ষের শক্তি আমরা পাব। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে নোমান বলেন, একটা পৌর নির্বাচন হচ্ছে, ভোটাররা ভোট দিতে সাহস পাচ্ছেন না। এখন প্রতিনিয়ত আমাদের প্রার্থীদের ওপর নির্যাতন হচ্ছে, নেতা-কর্মীরা নির্বাচনের কাজ করতে পারছেন না। এমনকি প্রার্থীরা পলাতক অবস্থায় নির্বাচন করছেন। এ রকম পরিস্থিতি যদি থাকে তাহলে এটা কীসের নির্বাচন? এখানে জয়-পরাজযের কী অর্থ থাকতে পারে? নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ ও ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান আখ্যায়িত করেন তিনি। সোমবার কুমিল্লার চান্দিনা, লাকসাম ও বরুড়ায় গণসংযোগে বাধা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ঘরোয়া সমাবেশ করতে গিয়ে আমরা বোমার মুখে পড়ছি। আবার যখন অন্যদিকে যাচ্ছি সেখানে গাড়িতে ঢিল পড়ছে। দেশে নির্বাচন কমিশন নামে যে কমিশন আছে, তাদের মাধ্যমে অবাধ ও ?সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের কোনো লজ্জা নেই। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, পৌর নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নিপরীক্ষা। এবার যদি ব্যালট ছিঁড়ে নির্বাচন হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন হয়, তাহলে এ কমিশনের প্রতি জনগণের আর কোনো আস্থা থাকবে না। তাহলে নতুন করে গণতান্ত্রিক আন্দোলন করতে রাজনৈতিক শক্তি বেগবান হবে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর প্রশাসনের নির্যাতনের অভিযোগও করেন তিনি। আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি কর্মীরা নির্বাচনের মাঠে কাজ করতে পারছেন না। প্রার্থীরাও নিরাপদে প্রচার চালাতে পারছেন না। এ অবস্থায় নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে পৌর নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

সর্বশেষ খবর