বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিদেশি নাগরিককে এবার মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রাম থেকে পেরুর এক নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা মেডিকেলে পুলিশের প্রহরায় তার চিকিৎসা চলছে। চিকিৎসাধীন বিদেশির নাম জেরি ভিক্টর (৪০)। তিনি পেরুর রাজধানী লিমার জাগা চিটার ছেলে। ভিক্টর পুরনো গাড়ি বেচা-বিক্রির ব্যবসায় নিয়োজিত বলে জানা গেছে। স্প্যানিশ ভাষায় কথা বলায়, তেমন কিছু বুঝতে পারছেন না কেউ। তার আকার-ইঙ্গিত এবং ইশারার ওপর নির্ভর করে পুলিশ জানিয়েছে, শনিবার বরিশাল সদর উপজেলার সারসি গ্রামের বিপ্লবের আমন্ত্রণে ভিক্টর বেড়াতে আসেন। ঢাকা থেকে লঞ্চে আসার পথে কে বা কারা তাকে ভুল পথে কীর্তনখোলা নদীর পূর্ব পাশে চরকাউয়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে সঙ্গে থাকা ব্যাগ ও অর্থ এবং কাগজপত্র নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) ও মুখপাত্র আবু সাঈদ জানান, যার আমন্ত্রণে তিনি বরিশালে এসেছেন, তারাই তার ওপর কৌশলে হামলা চালাতে পারেন বলে সন্দেহ পুলিশের।

সর্বশেষ খবর