বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রয়োজনে অস্ত্র ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে অস্ত্র ব্যবহার

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশকে নির্দেশ দেওয়া আছে প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহার করবে। অবৈধ পন্থায় ভোট নেওয়ার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী  নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সার্বিক সহযোগিতা করবে। তিনি গতকাল সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে পৌরসভা নির্বাচন বিষয়ে প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়াত উদ দৌলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মেজর আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। এ সময় প্রার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন, মেয়র প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট মাহবুবর রহমান, ইঞ্জি: শামসুল হক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর