বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শরণার্থী শিবিরে মার্কিন রাষ্ট্রদূত

উখিয়া প্রতিনিধি

শরণার্থী শিবিরে মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল সকাল ৯টায় কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের তদারকির কাজে নিয়োজিত এনজিও সংস্থা ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। তিনি অনিবন্ধিত ও নিবন্ধিত রোহিঙ্গাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং রোহিঙ্গাদের অভাব-অভিযোগের কথা ধৈর্য সহকারে শুনেন। এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট আন্তর্জাতিক এনজিও সংস্থা এম এস এফ, হল্যান্ডের হাসপাতাল  ও এনজিও সংস্থা  এসি এফ-এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা টলি অলিবার, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পরিচালক অ্যামবার ব্রুকস, যুশহ্যাচস, গ্যাবরিলে বাইসমে, মারকো পেনা, নুসরাত হোছাইন, ইরতাজা এইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন মো. শিবলী নোমান প্রমুখ।

সর্বশেষ খবর