রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জ্যাকেটে বোমা মাফলারে মুখ ঢাকা যুবকের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাগমারার মচমইল চকপাড়ায় কাদিয়ানি জামে মসজিদে বোমা হামলাকারী ছিলেন বহিরাগত। তার পরনে ছিল কালো জ্যাকেট। আর মুখ ঢাকা ছিল মাফলারে। রক্তাক্ত অবস্থায় পাঁচ মিনিট বেঁচে ছিলেন ওই হামলাকারী। তবে মৃত্যুর আগে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী সান্টু জানান, হামলাকারী যুবকটি ছিলেন বহিরাগত। মসজিদে নামাজ পড়ার আগে স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে অচেনা ওই যুবক জানিয়েছিলেন, মচমইলে তার এক বন্ধু আছেন। তার সঙ্গেই বেড়াতে এসেছেন তিনি। হামলাকারী নিজেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্র পরিচয় দেন। ময়েজ উদ্দিন ও সাহেব আলী জানান, কালো জ্যাকেট পরা ও মাফলারে মুখ ঢাকা হামলাকারী যুবকের দুই পাশে দাঁড়িয়ে তারা জুমার নামাজ আদায় করছিলেন। ময়েজ উদ্দিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘জ্যাকেট পরা যুবকটি আমার পাশেই বসে নামাজ আদায় করছিলেন। বিকট শব্দে বিস্ফোরণের পরই দেখি আমার তলপেট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। পাশেই যুবকটির রক্তাক্ত দেহ। বিস্ফোরণের পরই বন্ধ হয়ে যায় নামাজ। সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’ সাহেব আলী জানান, জ্যাকেটের ভিতর লুকিয়ে রাখা ছিল বোমা। নামাজের সময় বিস্ফোরণ ঘটান যুবকটি।

সর্বশেষ খবর