রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফুটবলে আবারও লজ্জা

রাশেদুর রহমান কেরালা থেকে

স্বপ্ন শেষ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। মামুনুলদের সাফ শিরোপা জয়ের স্বপ্নের কফিনে কাল শেষ পেরেকটি  ঠুকে দেয় মালদ্বীপ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে মালদ্বীপের কাছে ১-৩ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। যদিও আসরে ভুটানের বিপক্ষে সোমবার ম্যাচ বাকি, সেটা এখন শুধুই আনুষ্ঠানিকতার। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার নিয়ে টানা তিনবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। ২০১১ ও ২০১৩ সালের পর এবার সেমিফাইনালে ওঠার আগেই ঘরে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। লজ্জা যেন কোনোভাবে পিছু ছাড়ছে না ফুটবলে। বাংলাদেশের জনপ্রিয় এ খেলা ধ্বংসের দিকে এগোচ্ছে বললেও ভুল হবে না। ক্রিকেটে সাফল্য আর সাফল্য। অন্যদিকে ফুটবল হতাশায় বন্দী রয়েছে। দেশ ছাড়ার আগে মামুনুল, মারুফুল হকরা প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছিলেন, এবার ভিন্নধারার ফুটবল খেলবেন। দলের টার্গেট বলেছিলেন চ্যাম্পিয়ন। আফগানিস্তান ও মালদ্বীপ ম্যাচের পর এখন বড্ড মনে হচ্ছে, বাস্তবতা সম্পর্কে কোনো ধারণাই নেই মারুফুলদের। দিনের দ্বিতীয় খেলায় আফগানিস্তান ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। এ গ্রুপ থেকে আফগানিস্তান ও মালদ্বীপ জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ধারণা থাকলে শিরোপা জয়ের কথা মুখেও আনতেন না। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েও স্বপ্ন দেখতে বলেছিলেন মামুনুলরা। কাল মালদ্বীপের সঙ্গে ‘মাস্ট উইন’ ম্যাচ খেলতে নেমে গোলরক্ষক ও রক্ষণভাগের দুর্বলতায় হেরে যায় ৩-১ গোলে। হেরে যায় আসলে শেষ চার মিনিটে দুই গোল খেয়ে। প্রথমার্ধে এগিয়ে যায় মালদ্বীপ। সমতা আনেন হেমন্ত ভিনসেন্ট ম্যাচ শেষের বাঁশি বাজার চার মিনিট আগে। এরপর খেলা যখন ড্রয়ের পথে এগোচ্ছিল, তখনই গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় মালদ্বীপ এবং বাঁশি বাজার দুই মিনিট আগে ম্যাচের শেষ গোলটি করে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করে দেয় মালদ্বীপ। উল্লেখ্য, ২০১১ সালে সাফ চ্যাম্পিয়নশিপেও ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সাফে বাংলাদেশ সর্বশেষ জিতেছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর