রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাহাত্তরের সংবিধান মানলে জাতীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

বাহাত্তরের সংবিধান মানলে জাতীয় ঐক্য

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের নেতারা বিভিন্ন সময় জাতীয় ঐক্যের কথা বলছেন; কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্য করতে চাইলে তাদের ৭২-এর সংবিধান ও বঙ্গবন্ধুকে মানতে হবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, বিএনপিকে হয় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি করতে হবে, না হয় বোমার রাজনীতি করতে হবে। একসঙ্গে দুইটা হতে পারে না। তিনি বলেন, মিরপুর ও রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় বিএনপি জড়িত। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, এটা ঐতিহাসিক সত্য। এটা নিয়ে কথা বলা মানে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপি নেত্রী সেই কাজটিও করেছেন। সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আকতারুজ্জামান, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সর্বশেষ খবর