রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লড়াই করার ক্ষমতা আছে আমাদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

লড়াই করার ক্ষমতা আছে আমাদের

বিশিষ্ট বিজ্ঞান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমরা বীরের জাতি। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে হবে।

গতকাল দুপুরে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিজয়ের গল্প শোন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাফর ইকবাল আরও বলেন, আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে এ দেশের মতো সুন্দর দেশ আর কোথাও নেই। এই বাংলাদেশ উপহার দিয়েছে মুক্তিযোদ্ধারা। ১৮ বছর আমেরিকা থেকেছি। বাংলাদেশের মতো এত সুন্দর জায়গা আর দেখিনি। তাই এদেশে ফিরে এসে আমি আনন্দে মেতেছি। তিনি উল্লেখ করেন, আমাদের মানসিকতা আর পাকিস্তানের মানসিকতা এক নয়। আমাদের দেশে ছেলে-মেয়েরা সমান সমান লেখাপড়া করে। আর পাকিস্তানে মেয়েদের ঘোমটা পরিয়ে রাখা হয়। আমাদের লড়াই করার ক্ষমতা রয়েছে। ১৯৭১ এ বাংলার ছেলে-মেয়েরাই স্বাধীনতা এনেছে।

সর্বশেষ খবর