বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আফগানিস্তান-পাকিস্তান হবে না বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তান-পাকিস্তান হবে না বাংলাদেশ

বাংলাদেশে সম্প্রতি জঙ্গি তত্পরতা বৃদ্ধির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, এর পেছনে হয়তো আন্তর্জাতিকভাবে ইন্ধন থাকতে পারে। তবে বাংলাদেশের পরিস্থিতি কখনই পাকিস্তান বা আফগানিস্তানের মতো হবে না। তিনি গতকাল বঙ্গভবনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাত্কারে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, মসজিদে আক্রমণ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের হুমকি এবং হামলার বিষয়গুলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। এটা আসলে আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। কোনোভাবে এটা বাংলাদেশে হতে পারে না। কারণ আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এ দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম এবং এভাবেই দেশ চলছিল। কিন্তু হঠাত্ করে এসব ঘটনা সত্যিই দুঃখজনক। বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশে এক ধরনের অস্থিরতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেসব দেশের ঘটনাপ্রবাহের আঁচ হয়তো বাংলাদেশেও পড়ছে। কারণ বেশ কিছুকাল যাবত্ আফগানিস্তানে চলছে, এরপর পাকিস্তানে চলছে, এরপর ইরাকে চলছে। এসব যুদ্ধ বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে চলছে। আমার মনে হয় আন্তর্জাতিকভাবেও হয়তো এর পেছনে কিছু ইন্ধন দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক উসকানি থাকতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো একটি জঙ্গি চেহারায় নিয়ে যেতে পারবে না। তিনি আরও বলেন, কিছু কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক রাজনীতি করে। জঙ্গি কার্যক্রম বৃদ্ধির পেছনে সেসব দলের ধর্মীয় রাজনীতি উসকানি দিতে পারে। তবে বাংলাদেশের বেশির ভাগ মানুষই এসব কর্মকাণ্ডে বিশ্বাস করেন না। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে এটা কঠোরভাবে দেখতে হবে। পাশাপাশি সামাজিকভাবেও সচেতনতা তৈরি করতে হবে।

সর্বশেষ খবর