বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পেটে বাতাস ঢুকিয়ে আবার হত্যাচেষ্টা

আশঙ্কাজনক গার্মেন্ট কর্মকর্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লার তল্লা এলাকার ফকির নিটওয়্যারস লিমিটেড নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টের ডাইং সেকশনের এক কর্মকর্তার পায়ুপথে কমপ্রেসার মেশিনের হাওয়া প্রবেশ করানোর অভিযোগে গতকাল অপর দুই কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানের কোয়ালিটি ম্যানেজার এস এম আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল সকালে মামলা করলে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। তারা হলেন ওই গার্মেন্টের জুনিয়র কিউসি (মাননিয়ন্ত্রক) মোতাহার হোসেন ও সাগর উদ্দিন। তারা দুজনেই ফতুল্লা কুতুবপুর এলাকার বাসিন্দা। আরও জানা গেছে, গত রবিবার রাত পৌনে ৮টায় ঘটনার শিকার জুনিয়র কিউসি (মাননিয়ন্ত্রক) আবুল হোসেনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। মামলার এজাহারে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে কারখানাটি ছুটির আগমুহূর্তে ডাইং সেকশনে কর্মরত জুনিয়র কিউসি আবুল হোসেনকে ধরে পায়ুপথে কমপ্রেসার মেশিনের হাওয়া প্রবেশ করায় অপর দুই জুনিয়র কিউসি মোতাহার হোসেন ও সাগর উদ্দিন। ফলে তার পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়। একপর্যায়ে গুরুতর অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কেন এ কাণ্ড করা হয়েছে- সে সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি। ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন জানান, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর