রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না

নিজস্ব প্রতিবেদক

মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল মনে করে না। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সরকারে আমাদের মন্ত্রিত্ব রয়েছে। এতে জাতীয় পার্টির ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করছে না। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাইদুর রহমান টেপা, ফয়সল চিশতী, তাজ রহমান, সাইফুদ্দিন মিলন, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল আলম রুবেল প্রমুখ। ‘জাতীয় পার্টি যেন প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে’ সে জন্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আবেদন জানান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রওশনকে উদ্দেশ করে বলেন, আপনার কাছে আবেদন— জাতীয় পার্টি যেন প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে। তিনি বলেন, আমাদের ইমেজ সংকটের কারণেই পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির বিপর্যয় ঘটেছে। মানুষ আওয়ামী লীগের পরে বিএনপির নাম নেয়। মানুষ আমাদের বিরোধী দল মনে করে না। এইচ এম এরশাদ বলেন, জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা যদি তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং আমি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দিই তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। তিনি দলের নেতাদের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আহ্বান জানান। এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তারা চায় দলটি ক্ষমতায় আসুক। বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির দুর্দিনে যারা অবদান রেখেছেন তাদের স্মরণে রাখতে হবে। বিশেষ করে মিজান চৌধুরী ও কাজী জাফরের অবদান অস্বীকার করা যাবে না। যারা দল থেকে চলে গেছেন তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দলে ফিরে আসুন। আপনাদের জন্য দরজা খোলা আছে। আপনাদের আমরা সাদরে গ্রহণ করব। তিনি বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে জনগণের ভোট কেউ জালিয়াতি করে নিয়ে নিতে না পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর