রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বদিকে নিয়ে ইয়াবা বিরোধী কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক সভায় দল বিচার না করে মাদকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রীর এই সভায় জেলার অন্য সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের আবদুর রহমান বদিও ছিলেন। যার বিরুদ্ধে  ইয়াবা পাচারকারীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল সকালে কক্সবাজার থেকে শুরু হওয়া দেশব্যাপী  মাদকবিরোধী অভিযান ও প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণা দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী সভা কক্সবাজার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সমাজের অভিশপ্ত নাম। মাদকের কারণে সমাজ ভাঙে, সামাজিক পরিবেশ নষ্ট হয়। মাদকাসক্ত ব্যক্তি খুন করতেও দ্বিধা করে না। মাদকদ্রব্য শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো দ্বিতীয় ঐশী সৃষ্টি হতে দেব না। মন্ত্রী বলেন, বতর্মানে দেশজুড়ে একমাত্র ব্যবহার হওয়া মাদক হচ্ছে ইয়াবা। মিয়ানমার থেকে পাচার হয়ে এসে বাংলাদেশে ছড়িয়ে গেছে এ মরণ নেশা। কক্সবাজারই ইয়াবা পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। কক্সবাজারে ইয়াবা রোধ হলেই পুরো দেশ ইয়াবামুক্ত হবে। এ লক্ষ্যে কক্সবাজার থেকে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু করা হলো। পাশের দেশগুলো মাদকের মার্কেটিং ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, মাদকের সিংহভাগ মিয়ানমার থেকে আসে। অন্য দেশগুলোও বাংলাদেশকে মার্কেটিং প্লেস হিসেবে বেছে নিয়েছে। প্রতিনিয়তই বিভিন্ন রকমের মাদক বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবাইকে কঠোর হতে হবে। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোহাম্মদ ইলিয়াছ এমপি। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান, কোস্টগার্ডের চট্টগ্রাম জোনাল কমান্ডার এম শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার শ্যামলকুমার নাথ। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ সিআইপি, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, সহকারী পরিচালক সুবলকুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর